রহমত নিউজ 12 February, 2025 11:49 AM
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ঘটনার সব রকম ব্যাখ্যা ও বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও লেখেন, এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য– এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। আসুন, আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি। সতর্ক থাকি, কারও পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি।
উল্লেখ্য; ইসলাম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিনের অশ্লীল বই “চুম্বন” নিষিদ্ধের দাবিতে একুশে বইমেলায় এক স্টলের সামনে বিক্ষোভ করে সাধারণ পাঠক। বিক্ষুব্ধ পাঠক স্টল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ‘সব্যসাচী’ নামের সেই স্টলটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়।