মূল পাতা আন্তর্জাতিক কাশ্মির সীমান্তে বিস্ফোরণ; উড়ে গেল দুই ভারতীয় সেনা
আন্তর্জাতিক ডেস্ক 11 February, 2025 09:21 PM
কাশ্মীরের আখনূর সেক্টরে এক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে বলে এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির সেনাবাহিনী বলেছে, হোয়াইট নাইট কর্পস স্যালুট এবং দুই বীর সেনার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
প্রতিবেদন মতে, সৈন্যরা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ‘সীমান্ত টহল’ দেওয়ার সময় আইইডি ‘হামলা’ হয়।
ভারতের সেনাবাহিনী বলছে, ‘আমাদের সৈন্যরা এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং অনুসন্ধান অভিযান চলছে।’
এর আগে রাজৌরি জেলার এলওসিতে এক সেনাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। তিনি নওশেরা সেক্টরের কালাল এলাকায় একটি ফরোয়ার্ড পোস্টে কর্মরত ছিলেন। তাৎক্ষণিক তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্র : এনডিটিভি