রহমত নিউজ 11 February, 2025 08:15 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলন কুমিল্লা জেলা শাখার নায়েবে আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক পরিদর্শক, কুমিল্লার ঐতিহ্যবাহী রাণীরবাজার মাদরাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসহাক নগরী ( ৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভোগ ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মাওলানা ইসহাক নগরীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লা মিয়াজী ও নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী একযুক্ত শোকবার্তায় মাওলানা ইসহাক নগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন, মাওলানা ইসহাক নগরী রহ, শিক্ষকতার পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে অসামান্য অবদান রেখেছেন। হাফেজ্জী হুজুর রহ এর সময় থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা খেলাফত প্রতিষ্ঠার কাজে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। আল্লাহ তাআলা মরহুম মাওলানা ইসহাক রহ. এর সকল দ্বীনি খেদমত, মেহনত কবুল করুন এবং বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।