| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বিডিআর ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে : মাওলানা আফেন্দি


বিডিআর ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে : মাওলানা আফেন্দি


রহমত নিউজ     11 February, 2025     09:02 PM    


ফরিদপুরের বোয়ালমারীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক বিশাল উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ২ টা থেকে বোয়ালমারীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বলেন, আমাদের এমন নেতা নির্বাচন করা উচিত নয়, যার কাছে আমাদের অধিকার নিরাপদ নয়। একজন বিশ্বস্ত জনসেবক, পরীক্ষিত বন্ধু, যিনি সুখে-দুঃখে জনগণের পাশে থাকবেন—এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতা প্রয়োজন, যার কাছে সাধারণ মানুষের যাওয়া সহজ হবে, যিনি জনগণের কথা শুনবেন, সরকারি বরাদ্দ আত্মসাৎ না করে প্রকৃত প্রাপ্যদের কাছে পৌঁছে দেবেন।

তিনি আরো বলেন, আমরা মুফতী জাকির হোসাইন কাসেমীকে ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) জনগণের স্বার্থরক্ষায় একজন বিশ্বস্ত ও জনবান্ধব নেতৃত্ব মনে করি। তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে খেজুর গাছে ভোট দিয়ে মুফতি জাকির হোসাইন কাসেমীকে পার্লামেন্টে পাঠানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হব। এ আসন আমরা ছাড়ব না, একসঙ্গে থেকে লড়াই করব, ইনশাআল্লাহ। বিপুল ভোটে মুফতি জাকির হোসাইন কাসেমীকে নির্বাচিত করার মাধ্যমে আমরা প্রমাণ করবো যে, সত্যিকারের জনসেবককে নির্বাচিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জোর দিয়ে বলেন, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ হত্যাকাণ্ডের বিচার না হলে আগামীর বাংলাদেশ নিরাপদ নয়।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জমিয়তের অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী। তিনি তার বক্তব্যে বলেন, কোন কাজে যখন এখলাস থাকে তখন সে কাজ কেউ আটকাতে পারেনা। আমাদের প্রত্যেকটা কাজ এখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে করা উচিত। যখন এখলাস ও লিল্যাহিয়্যাতের সাথে চেষ্টা, সাধনা ও পরিশ্রম থাকবে তখন সে কাজটা দ্রুতগতিতে এগিয়ে যাবে। সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখলাস ও তাক্বওয়ার জিন্দেগী অবলম্বন করতে হবে। সাথেসাথে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সময়ে ইসলামপন্থীদের বিজয়ী করা না গেলে আগামীর বাংলাদেশে আবারো ফ্যাসিজম জন্ম নিবে।

বোয়ালমারী উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল, কেন্দ্রীয় সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মহানগর সভাপতি মাওলানা মানসুর আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।

সমাবেশে বিপুলসংখ্যক ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, যা প্রমাণ করে যে জনগণ প্রকৃত নেতৃত্বের জন্য ঐক্যবদ্ধ। বিশাল এ সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় বোয়ালমারীর জনগণকে বিশেষ ধন্যবাদ জানান মুফতি জাকির হোসাইন কাসেমী।