| |
               

মূল পাতা সারাদেশ জেলা পাবনায় ট্রেনের ইঞ্জিন বিকল; যাত্রীদের খাওয়ালেন গ্রামবাসী


পাবনায় ট্রেনের ইঞ্জিন বিকল; যাত্রীদের খাওয়ালেন গ্রামবাসী


রহমত নিউজ     11 February, 2025     11:17 AM    


পাবনার সাঁথিয়ায় সকালে বিকল হয়ে যাওয়া একটি ট্রেনের যাত্রীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের আয়োজন করেছেন স্থানীয়রা।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য পাবনার সাঁথিয়া রাজাপুর স্টেশন সংলগ্ন গ্রামের বাসিন্দারা এ আয়োজন করে বলে জানান ওই ট্রেনের টিটিই আব্দুল আলিম মিঠু।

তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়।

দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন ট্রেনের স্টাফসহ প্রায় সাড়ে তিনশ যাত্রী। এর মধ্যেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হন তারা।

টিটিই আব্দুল আলিম মিঠু বলেন, দুপুরের দিকে রেললাইন থেকে একটু দূরের গ্রামের মানুষরা সবাই যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারও হাতে ছিল ভাত-ডাল, কারও হাতে খিচুড়ি, কেউ রুটি-সবজি, কেউ হাতে পানি নিয়ে এগিয়ে আসেন রেল যাত্রীদের জন্য।

তিনি সেই সময়ের বর্ণনায় বলেন, আন্তরিক আতিথেয়তায় বিনামূল্যে বিকল ট্রেনের যাত্রীদের মুখে খাবার তুলে দিলেন তারা। আবার যুবকদের অনেকেই খাবার রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে তার প্রয়োজন হয়নি।

এ বিষয়ে ট্রেন যাত্রী আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পাবনাবাসী আজকে ঢালারচর ট্রেনের যাত্রীদের জন্য যা করলেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। পাবনার লোকজন দেখিয়ে দিলেন তারা কতটা উদার মনের মানুষ। নিজে চোখে দেখলাম যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। অথচ তাদের দেখে মনে হয়েছে এ মানুষগুলি পরিবারের আর্থিক অবস্থা দিন এনে দিন খাওয়ার মত। তবু তাদের আন্তরিকতার কোনো ঘাটতি চোখে পড়েনি।

৬৫ বছরের আবু বক্কর নামের এক বৃদ্ধা বলেন, এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয়, আজ স্বচক্ষে পাবনার মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ হলাম।

টিটিই আব্দুল আলিম মিঠু জানান, পরে বেলা ৩টার দিকে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে চালু হয় ট্রেনটি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী পাবনা সাঁথিয়া