| |
               

মূল পাতা জাতীয় সাবেক সিইসি আব্দুর রউফ ইন্তেকাল করেছেন


সাবেক সিইসি আব্দুর রউফ ইন্তেকাল করেছেন


রহমত নিউজ     09 February, 2025     12:00 PM    


সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

তার একান্ত সহকারী তাওহিদ জানান, রোববার সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে মর্মে জানান তিনি।

এরশাদ সরকারের পতনের পর ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।