| |
               

মূল পাতা আন্তর্জাতিক মেয়েদের খেলা থেকে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প


মেয়েদের খেলা থেকে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     08 February, 2025     12:27 PM    


মেয়ে ও নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডারদের (পুরুষ থেকে রুপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৫ ফেব্রুয়ারি) একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে। 

নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের মেয়ে ও নারী শাখায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং নারীদের লকার রুম ব্যবহারের সুযোগ করে দেয়, সেসব প্রতিষ্ঠানে অর্থায়ন করা থেকে আমেরিকার কেন্দ্রীয় সরকার বিরত থাকবে।

শিক্ষাখাতে ১৯৭২ সালে প্রণীত লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ আইনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা করদাতাদের কাছ থেকে ডলার গ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে নোটিশ দিচ্ছি, যদি আপনারা নারীদের খেলার দলে পুরুষদের (ট্রান্স নারী) নিয়ন্ত্রণ করতে দিতে চান এবং আপনাদের লকার রুমে প্রবেশ করতে দিতে চান, তাহলে আপনাদের বিরুদ্ধে টাইটেল নাইন লঙ্ঘনের তদন্ত হবে। কেন্দ্রীয় তহবিল পাওয়া ঝুঁকিতে পড়বে।
 
ট্রাম্প আরও বলেন, মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে কথা বলবেন যাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আগেই লিঙ্গভিত্তিক অংশগ্রহণকে স্পষ্টভাবে সমর্থন করা যায়। অলিম্পিক কমিটি খেলাধুলায় ট্রান্স নারী–পুরুষের অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওপর ছেড়ে দিয়েছে।