| |
               

মূল পাতা আন্তর্জাতিক ১৭ দিনে ১১ হাজার মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা


১৭ দিনে ১১ হাজার মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক     08 February, 2025     12:58 PM    


২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৭ দিনে প্রায় ১১ হাজার নথিবিহীন মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এই অভিবাসীদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে। এই নাগরিকদের সবাই মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আসা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানী মেক্সিকো সিটিতে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আরও বলেন, মেক্সিকোর সরকারও দেশটির কারাগারে আটক নথিবিহীন অভিবাসীদের মুক্তি প্রদান এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, এই অভিবাসীদের যারা নিজ দেশে ফিরে যেতে চায়, তাদের আমরা সহযোগিতা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য চাপ প্রয়োগ বা জবরদস্তি করা হবে না।

২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— ক্ষমতায় গেলে আমেরিকাকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সে দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় বর্তমানে বসবাস করছেন ১৭ লাখেরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত ১০ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।

দেশটির দল নিরপেক্ষ শীর্ষস্থানীয় থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, আমেরিকায় বসবাসরত বৈধ এবং অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন মেক্সিকানরা। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন এল সালভাদর ও ভারত থেকে যাওয়া লোকজন।

সূত্র : রয়টার্স