| |
               

মূল পাতা আন্তর্জাতিক আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প


আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     07 February, 2025     11:09 AM    


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি আরও জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপরে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন।নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুই দিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন।  

এর আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আফগানিস্তানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন।

বিবিসির খবর বলছে, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ। এটি আমেরিকা ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।

মার্কিন নাগরিক ও আমেরিকার মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে,  আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনিরা বিপদে পড়েছে। মার্কিনিরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে।

আমেরিকা আইসিসির সদস্য নয়। আমেরিকা বার বার সে দেশের কর্মকর্তা ও নাগরিকদের ওপর আইসিসির বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান