রহমত নিউজ 07 January, 2025 11:44 PM
পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ও রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
এ ছাড়া বর্তমানে ঢাকা রেঞ্জে ডিআইজি অফিসে কর্মরত এসপি মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়।