| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সিরিয়া পুনর্গঠনে দামেস্কের পাশে থাকার প্রতিশ্রুতি সৌদি আরবের


সিরিয়া পুনর্গঠনে দামেস্কের পাশে থাকার প্রতিশ্রুতি সৌদি আরবের


মুসলিম বিশ্ব ডেস্ক     04 January, 2025     11:42 AM    


সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান আল-শিবানি বলেছেন, সিরিয়ার পুনর্গঠন, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন নিশ্চিত করেছে সৌদি আরব। সিরিয়ার প্রতিনিধি দলের রিয়াদে সফর শেষে শুক্রবার এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে, আল-শিবানি উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, নতুন সিরিয়ান প্রশাসনের জন্য এই সফরকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন।

আল-শিবানি বলেন, আমরা এই অঞ্চলে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে এবং আরব দেশগুলোর পাশাপাশি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে উন্নীত করতে অগ্রগতির ক্ষেত্রে সিরিয়ার অগ্রণী ভূমিকার উপর জোর দিয়েছি।

তিনি বলেন, সৌদি আরব সিরিয়ার জনগণ এবং নতুন সিরীয় প্রশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে, দেশের পুনর্গঠনের প্রচেষ্টায় অবদান রাখতে তার ইচ্ছা প্রকাশ করেছে।

এর আগে বৃহস্পতিবার, প্রতিরক্ষামন্ত্রী এবং গােয়েন্দা প্রধানসহ হাসান আল-শিবানি সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।