| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


রহমত নিউজ     04 January, 2025     12:05 PM    


কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি'র তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মুহাম্মাদ আবুল হাসান (৪০)।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কারওয়ান বাজারে ২০১৫ সালের ২০ এপ্রিল দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারকৃত আবুল হাসান।

গ্রেফতারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে।