| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে দুই খ্রিস্টান আদিবাসী নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন


ভারতে দুই খ্রিস্টান আদিবাসী নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন


আন্তর্জাতিক ডেস্ক     29 December, 2024     04:44 PM    


ভারতে দুই খ্রিস্টান আদিবাসী নারীকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছে উগ্রবাদী হিন্দুরা।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অর্থাৎ ক্রিসমাসের পরদিন, ওড়িশা রাজ্যের বলেশ্বর জেলার রেমুনা থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায়, এই দুই নারীকে গাছের সাথে বেঁধে পেটানো হচ্ছে এবং তাদের মুখে কেক মেখে দেওয়া হয়েছে।

নারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা চাঁখানপুর গ্রামের গোবিন্দ সিং নামে এক হিন্দু আদিবাসী পুরুষকে খ্রিষ্টান ধর্মের প্রতি আহ্বান জানাচ্ছিলেন।

ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের ওই নারীদের অপমান করার সময় ‘জয় শ্রী রাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিতে দেখা যায়। সেসময়, সংখ্যালঘু গোষ্ঠীর এই নারীরা অপমানিত অবস্থায় দাঁড়িয়ে থাকা ছাড়া, কিছুই করতে পারছিলেন না।

রেমুনা থানার পুলিশ অফিসার সুবাস মালিক জানান, মারধরের শিকার নারীরা হচ্ছেন, সুবাসিনী সিং এবং শুকান্তি সিং। ঘটনার পর স্থানীয় পুলিশ জড়িত ৪ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (বিএনএস) এবং ওড়িশা স্বাধীন ধর্মীয় আইন, ১৯৬৭ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, বাদল পাণ্ডা, বিপিন নায়ক, প্রাশান্ত নায়ক এবং পিতাম্বর বিসওয়াল।