রহমত নিউজ 29 December, 2024 08:36 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, থার্টিফার্স্ট নাইটঃ ইংরেজি নববর্ষ বিজাতীয় অনৈতিক কালচার। এটা ইসলামের শিক্ষা নয়। অমুসলিমদের কালচার অনুসরণ করা সৃষ্টিকর্তার নাফরমানির শামিল। ৯২ ভাগ মুসলমানদের বাংলাদেশে আইন করে থার্টিফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করতে হবে।
রবিবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা মিয়াজী বলেন, ইসলামে আনন্দ-উৎসব ধর্মীয় কৃষ্টি কালচার ও ইবাদতেরই একটি অংশ। পার্থক্য হলো মুসলমানদের উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়, আর অমুসলিমদের উৎসবের দিনগুলো অনৈতিক উশৃঙ্খল আচরণ, অশ্লীল কর্মকাণ্ড, যিনা ব্যভিচার ও মদ্যপানের মাধ্যমে পালিত হয়।
তিনি বলেন, একটি বছরের বিদায় মানে মানব জীবন থেকে একটি বছর হায়াত শেষ হয়ে যাওয়া। এজন্য আগামী দিনে ভালো কিছু করার প্রত্যাশা করে অতীতের মন্দ কৃতকর্মের জন্য অনুশোচনা করা উচিত। পবিত্র কুরআনের সূরা মুলকে রয়েছে- আল্লাহ জীবন-মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে সবচেয়ে বেশি সুন্দর আমল করতে পারে। হাদীস শরীফে এসেছে বুদ্ধিমান তো সে যে, নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য নেক আ'মল করে। আর অক্ষম সে যে, প্রবৃত্তির অনুসারী হয়েও আল্লাহর প্রতি (অলীক) প্রত্যাশা করে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, পরকালে তোমার হিসাব নেয়ার আগে নিজেই তোমার হিসাব নাও। দুনিয়াতে যে নিজের জীবনের হিসাব নিয়ে সতর্কতার সাথে পাপকর্ম বর্জন করে চলবে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে পটকা ফুটানো, আতশবাজি এবং অনৈতিক কাজকর্ম বর্জনসহ অর্থের অপচয় থেকে বেঁচে থাকা ঈমানের দাবী। আতশবাজির কারনে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। শব্দ দূষসহ বাতাস দূষিত হয়ে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধিত হয়। তাই ধর্মীয় ও নৈতিক দিক বিবেচনা করে থার্টি ফার্স্ট নাইটের সমস্ত অপরাধমূলক কার্যক্রম থেকে দেশবাসীকে বিরত রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। তাই প্রত্যেকের সন্তানদেরকে অপরাধ থেকে দূরে রাখতে সর্বস্তরের সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।