মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরাইলের হামলা: শহীদ আরও ৫০
মুসলিম বিশ্ব ডেস্ক 27 December, 2024 12:22 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে কামাল আদওয়ান হাসপাতালের কাছে বর্বর হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মেডিকেল স্টাফও রয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, উত্তর গাজ্জা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় প্রায় ৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন।
হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমান থেকে বোমা হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের তিনজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন।