| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সচিবালয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিতে খেলাফত মজলিসের উদ্বেগ


সচিবালয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিতে খেলাফত মজলিসের উদ্বেগ


রহমত নিউজ     26 December, 2024     10:54 PM    


সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সচিবালয়ের মত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি কোন সাধারণ ঘটনা নয়। রাষ্ট্রীয় এমন স্পর্শকাতর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ফায়ার ব্রিগেডের সদস্যকে ট্রাক চাপায় হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এতে সরকারি গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যায়।

নেতৃদ্বয় বলেন, আমরা এই ঘটনার জন্য অবিলম্বে তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।