| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী জনস্বার্থ উপেক্ষার অভিযোগ সাধারণ আলেম সমাজের


জনস্বার্থ উপেক্ষার অভিযোগ সাধারণ আলেম সমাজের


রহমত নিউজ     26 December, 2024     05:28 PM    


দেশের শাসনব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন সাধারণ আলেম সমাজ।

জনস্বার্থ উপেক্ষা এবং নীতিগত অগ্রাধিকারহীনতার অভিযোগ তুলে ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি। 

বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, "দেশের সার্বিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলো দিন দিন জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষত, নীতিগত অগ্রাধিকারের অভাব এবং অপ্রাসঙ্গিক পদক্ষেপ জনমনে প্রশ্ন তুলছে।"

সাম্প্রতিক "সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪" নামে একটি সম্ভাব্য নতুন আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, "জনকল্যাণে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের আইন যেন নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার সীমিত বা ক্ষমতাসীনদের সমালোচনা দমন করার হাতিয়ার না হয়ে ওঠে, তা নিশ্চিত করা জরুরি।"

আলেম সমাজের দাবি, অতীতে এ ধরনের আইন প্রায়শই ক্ষমতাসীনদের সমালোচনা বন্ধ করতে ব্যবহৃত হয়েছে। নতুন সাইবার সুরক্ষা আইন যদি জনগণের অধিকার খর্ব করে, তবে তা শুধু দমননীতিকে জোরদার করবে।

তারা আরও বলেন, "দেশের সাধারণ মানুষ এখন এমন সিদ্ধান্ত ও পদক্ষেপ প্রত্যাশা করছে, যা সরাসরি জাতীয় অগ্রগতি, শিক্ষা, ন্যায়বিচার, বৈষম্য নিরসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।"

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, "অগ্রাধিকারহীন কাজ বাদ দিয়ে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিন। যে কোনো নতুন আইন বা নীতি প্রণয়নের আগে বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকদের মতামতকে প্রাধান্য দিন।"

সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে আরও বলা হয়, "জনগণের বিশ্বাস ও সমর্থন ধরে রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বদা জনস্বার্থে সচেতন রয়েছি এবং থাকব।"


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা