| |
               

মূল পাতা আন্তর্জাতিক আরও ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল


আরও ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক     23 December, 2024     01:39 PM    


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রোববার গাজায় স্কুল-হাসপাতাল ও সেফ জোনে বিমান হামলায় চালায় দখলদার ইসরাইল। এতে অন্তত ৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনও বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৬২৭ মানুষ।

এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য: ইসরাইল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।