মূল পাতা আন্তর্জাতিক দামেস্কসহ সিরিয়াজুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক 10 December, 2024 10:55 AM
খুনি বাশার আল-আসাদের পর সিরিয়ার মুসলমানদের উপর অত্যাচার চালানো শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন আগেই। বিদ্রোহীরা এখন সরকার গঠনের চেষ্টা করছে। এমন অবস্থায় সিরিয়াজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রাজধানী দামেস্কসহ মধ্যপ্রাচ্যের এই দেশটি জুড়ে শতাধিক বিমান হামলা চালায় ইহুদিবাদী এই দেশটি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান রাজধানী দামেস্কসহ সারা দেশে কয়েক ডজন হামলা চালিয়েছে বলে সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টির বেশি হামলা হয়েছে।
স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে যুক্ত একটি গবেষণা কেন্দ্রও হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে রয়েছে। ইসরাইল বলেছে, তারা আসাদ সরকারের পতনের পর “চরমপন্থিদের হাতে” অস্ত্র যাওয়া বন্ধ করতে কাজ করছে।
এদিকে খুনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে।
এসওএইচআর বলেছে, গত দুই দিনে শত শত ইসরাইলি বিমান হামলা হয়েছে, যার মধ্যে দামেস্কের এমন একটি স্থাপনাও রয়েছে যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে।
রাসায়নিক অস্ত্রের সন্দেহভাজন মজুদ নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে যখন সতর্ক করছে তখনই এই হামলা চালানো হলো।
জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা “রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ সংস্থার (ওপিসিডব্লিউ)” মতে, রাসায়নিক অস্ত্র এর বাইরের বিষাক্ত বৈশিষ্ট্যের মাধ্যমে ইচ্ছাকৃত মৃত্যু বা ক্ষতিসাধন করতে ব্যবহৃত হয়। রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে নিষিদ্ধ।
সিরিয়ার কোথায় বা কতগুলো রাসায়নিক অস্ত্র রয়েছে তা জানা যায়নি, তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই ধরনের অস্ত্রের মজুদ রেখেছিলেন এবং তিনি যে ঘোষণা দিয়েছিলেন তা অসম্পূর্ণ ছিল বলে মনে করা হয়।