| |
               

মূল পাতা জাতীয় স্বৈরশাসক আসাদের পতনে সিরিয়ার জনগণকে খেলাফত আন্দোলনের অভিনন্দন


স্বৈরশাসক আসাদের পতনে সিরিয়ার জনগণকে খেলাফত আন্দোলনের অভিনন্দন


রহমত নিউজ     09 December, 2024     04:42 PM    


স্বৈরশাসক বাশার আল আসাদের পতনে সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দ। পাশাপাশি আফগানিস্তানে  দীর্ঘ ২০ বছরের চাপিয়ে দেয়া যুদ্ধে আমেরিকার পরাজয়, শ্রীলংকায় কতৃত্ববাদী শাসকগোষ্ঠী রাজাপাক্ষে পরিবারের পতন ও পলায়ন, বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়ন এবং অতি সম্প্রতি জালেম আসাদের পতনকে বিশ্বব্যাপী মুক্তিকামী মজলুম জনতার বিজয়ের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে শীঘ্রই ইসরাইলি বর্বরতা থেকে ফিলিস্তিনসহ আগ্রাসী শক্তিগুলোর নির্যাতনে নিষ্পিষ্ট সকল জনপদের মানুষও মুক্তি লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সোমবার (৯ ডিসেম্বর ) সকাল ৭ টায় রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের মাসিক পরামর্শ সভা থেকে নেতৃবৃন্দ সিরিয়ার জনগণকে এই অভিনন্দন জানান। 

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মুফতী আখতারুজ্জামান আশরাফী, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জাকির হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমদ, বিচার ও আইন সম্পাদক মুফতী আবু বকর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রুহুল আমিন, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা তানজীল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সবুর খান সুমন, নির্বাহী সদস্য মাওলানা আবুল হাসানাত প্রমূখ। 

সভাপতির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন, অত্যাচারীরা আপাতত দৃষ্টিতে শক্তিশালী মনে হলেও বাস্তবে তারা অত্যন্ত দুর্বল।  আল্লাহ তা’আলার ব্যবস্থাপনা অনুযায়ী জালিমের ধ্বংস অনিবার্য। আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও সর্বশেষ সিরিয়ার ঘটনা তারই প্রমাণ। তিনি বর্বর ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনের জনগণের মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে বেশি বেশি দুআ করার এবং সাধ্যমত বিশ্বব্যাপী মজলুম জনতার পাশে দাঁড়ানোর আহবান জানান সকলের প্রতি।

পরামর্শ সভায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, খেলাফত কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, জানুয়ারি ২০২৫ কে দাওয়াতী মাস ঘোষণাপূর্বক সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম, বিগত মাসের সাংগঠনিক কাজের রিপোর্ট পর্যালোচনা ইত্যাদিসহ জাতীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা-পর্যালোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।