রহমত নিউজ 03 December, 2024 12:51 PM
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ডিসেম্বর ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
তিনি ফেসবুক পোস্টে জানান, মাওলানা মুহাম্মদ মামুনুল হক গতকাল থেকে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিতসাধীন আছেন। তিনি কিডনী জনিত রোগে আক্রান্ত।
পরিবার ও সংগঠনের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।