| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'খেলাফত পদ্ধতির সরকার কায়েম হলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে'


'খেলাফত পদ্ধতির সরকার কায়েম হলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে'


রহমত নিউজ     25 November, 2024     11:54 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সর্ব শ্রেণীর মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। ভোলায় যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে তা আল্লাহ তাআলার মহা নেয়ামত। এই নেয়ামতের সঠিক ব্যবহার করতে হবে। গ্যাস সরবরাহে ভোলাবাসীকে অগ্রাধিকার দিতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ভোলা সদর বাংলা স্কুল মাঠে ভাষানী মঞ্চে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ভোলা  জেলা আমীর মাওলানা আবদুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।  জেলা প্রচার সম্পাদক মোঃ শাহীন আলম ও মাওলানা হেমায়েত উল্লাহর যৌথ উপস্থাপনায় অন্যান্যদের বক্তব্য রাখেন মাওঃ সৈয়দ মাহবুবুর রহমান ওসমানী পীর সাহেব পাতাবুনিয়া, মাওঃ মুহিব্বুল্লাহ মাদানী পীর সাহেব বাটামারা, জেলা হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান আজাদী, মাওঃ শফি উদ্দিন, হাফেজ মাওঃ মামুনুর রশিদ, মাওঃ আবদুল মালেক, মুফতী নাইম আল হাসান, মুফতী সাখাওয়াত আমিন, মাওঃ আবদুস শহীদ, মাওঃ জিয়াউর রহমান ফারুকী, মাওঃ রহমাতুল্লাহ।

 উপস্থিত ছিলেন মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ তাহেরী, মাওলানা সাইফুর রহমান, মুফতী আব্দুল হান্নান, মুফতী ইলিয়াস, মাওলানা আব্দুল্লাহ ওসমানী, মাওলানা ইব্রাহীম ওসমানী, হাফেজ হাসনাইন, মাওলানা কামাল উদ্দিন কাসেমী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা নাজিম উদ্দিন, মুফতী মহিউদ্দীন মাওলানা  কামাল হোসেন ও মাওলানা লোকমান হোসেন প্রমুখ।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে আদর্শ মানুষ তৈরি করতে হবে। আর এ লক্ষ্যে কোরআনের শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা ও যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ ও অপরাধমূলক কাজ কঠোরভাবে দমন করতে হবে। তখন ইনসাফ ও শান্তির রাষ্ট্র কায়েম হবে।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ বিভিন্ন দলের শাসন দেখেছে তারা দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, খেলাফত পদ্ধতির সরকার গঠন করা হলে  এদেশে তাদের ন্যায্য অধিকার পাবে।