| |
               

মূল পাতা জাতীয় সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা


সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা


রহমত নিউজ     24 November, 2024     06:19 PM    


সম্পদের হিসাব দেওয়ার জন্য আরও এক মাস বেশি সময় পাচ্ছেন সরকারি কর্মচারীরা। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিনিয়র সচিব।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। আমরা এ বিষয়ে সার্কুলার ইস্যু করবো।

মোখলেস উর রহমান আরও বলেন, গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কীভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।