| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলি হামলায় গাজ্জায় আরও ৭৬ ফিলিস্তিনি শহীদ


ইসরাইলি হামলায় গাজ্জায় আরও ৭৬ ফিলিস্তিনি শহীদ


মুসলিম বিশ্ব ডেস্ক     19 November, 2024     11:24 AM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে করে উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা ৪৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৭৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯২২ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ ছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরাইলি আক্রমণ গাজ্জাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, দখলদার ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজ্জার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।