রহমত নিউজ 10 November, 2024 06:04 PM
আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত দারেক লোহ প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ সহায়তার আহ্বান জানান।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলিডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি
সাক্ষাতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। সিঙ্গাপুরের কাছ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে ঢাকাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত লোহ।
বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, দেশের প্রবাসীকর্মীদের সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার অভিবাসন খরচ কমিয়ে আনতে চায়। নিয়োগ খরচ কমিয়ে আমরা সিঙ্গাপুরের সঙ্গে একটা মডেল কাঠামো তৈরি করতে পারি।
দারেক লোহ বাংলাদেশের সঙ্গে কাজ করতে সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশকে প্রবাসী নিয়োগ পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ দেন, যা কর্মীদের মানবপাচারের শিকার হওয়া এবং প্রতারণার হাত থেকে বাঁচাবে।