| |
               

মূল পাতা জাতীয় এনআইডির সঙ্গে ভোটার তালিকা সমন্বয় করা হচ্ছে: বদিউল আলম


এনআইডির সঙ্গে ভোটার তালিকা সমন্বয় করা হচ্ছে: বদিউল আলম


রহমত নিউজ     04 November, 2024     05:26 PM    


জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ড. ইউনূসকে এ তথ্য জানান তিনি।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের আরও অগ্রগতির কথা প্রধান উপদেষ্টাকে জানান কমিশন প্রধান।

বদিউল আলম মজুমদার জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে।

নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরামর্শ গ্রহণ করা হচ্ছে বলেও প্রধান উপদেষ্টাকে জানান কমিশন প্রধান।

উল্লেখ্য; রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে কমিশন প্রধানদের সঙ্গে এই বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।