রহমত নিউজ 30 October, 2024 06:01 PM
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরী ও মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজ বুধবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, বাংলাদেশে তো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে বাংলাদেশে মানবাধিকার পরিষদের অফিস করতে হবে। অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। হটকারী ও স্পর্শকতার কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে দেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না।
নেতৃদ্বয় বলেন, জুলাই-আগষ্টের বিপ্লবকে নস্যাত করতে দেশি ও বিদেশী নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আমেরিকা বিভিন্ন নামে বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনের নামে তাদের কার্যক্রম পরিচালিত করার চেষ্টা করে। এটা দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের জন্য কল্যান কর নয়। সুতরাং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার এ আত্মঘাতী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ১০ বছর যাবত
শ্রীলংকায় মানবাধিকারের অফিস খেলার চেষ্টা করেও খুলতে পারেনি।