| |
               

মূল পাতা জাতীয় সরকার রেলের টিকিট কালোবাজারিতে কর্মকর্তা-কর্মচারীরাই জড়িত: রেল উপদেষ্টা


রেলের টিকিট কালোবাজারিতে কর্মকর্তা-কর্মচারীরাই জড়িত: রেল উপদেষ্টা


রহমত নিউজ     29 October, 2024     02:32 PM    


রেলের টিকিট কালোবাজারিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরাই জড়িত বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রেলের কর্মকর্তা ও কর্মচারীরাই রেলের টিকিট ব্লক করে রাখে। রেলের টিকিট নিয়ে দুর্ভোগের কারণ তারাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই কালোবাজারি বন্ধে রেলের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কালোবাজারি শিগগিরই বন্ধ করা হবে।

ফাওজুল কবির খান বলেন, দেশটা সচিব এবং মন্ত্রীর জন্য হয়ে গেছে। উচ্চপস্তদ কর্মকর্তাদের মৌখিক নির্দেশে রেলের টিকিট রেখে দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রেলের টিকিট কালোবাজারি বন্ধে আমারা এসব প্রথা বন্ধ করতে চাই। সাধারণ মানুষের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই।