| |
               

মূল পাতা সারাদেশ জেলা সিন্ডিকেট ভাঙ্গতে কিশোরগঞ্জে বিনা লাভে সবজি বিক্রি করছেন মাদরাসা শিক্ষার্থীরা


সিন্ডিকেট ভাঙ্গতে কিশোরগঞ্জে বিনা লাভে সবজি বিক্রি করছেন মাদরাসা শিক্ষার্থীরা


রহমত নিউজ     27 October, 2024     06:33 PM    


কিশোরগঞ্জে সরাসরি কৃষকের জমি থেকে টাটকা সবজি এনে শহরে বিনা লাভে বিক্রি করছেন মাদরাসা শিক্ষার্থীরা। কৃত্রিম সিন্ডিকেট দূর এবং দরকারী সকল সবজি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এই উদ্যোগের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে প্রতিদিন এই অস্থায়ী ভাসমান হাট বসছে।

আল্লামা আনোয়ার শাহ রহ ফাউন্ডেশনের আয়োজনে আল জামিয়াতুল ইমদাদিয়া কওমী মাদরাসার শিক্ষার্থীরা প্রতিদিন দুপুর থেকে সন্ধা পর্যন্ত এই হাট চালু রাখেন।

হাটে বাজারের তুলনায় দাম অনেক কম। হাটে চিচিঙ্গা, আলু, বেগুন, কাচা মরিচ, শশা ডিম ইত্যাদি পণ্য বিক্রয় করা হচ্ছে। ধারাবাহিকভাবে আরও কাঁচা বাজার যুক্ত হবে এবং বাজারের সিন্ডিকেট চলমান থাকাকালীন পর্যন্ত এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, এই হাট শুরু হবার পর থেকে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। হাটের মাধ্যমে একদিকে যেমন সাধারণ কৃষকরা তাদের সঠিক দাম পাবে অপরদিকে কৃত্রিম সিন্ডিকেটের ওপর চাপ বাড়বে। কৃত্রিম সিন্ডিকেট ভাঙ্গতেই আমাদের এই আয়জন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর