রহমত নিউজ 26 October, 2024 11:30 AM
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরে গণহত্যার দায়ে পতিত সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে। পালিয়ে থাকলেও যেকোনো মূল্যে তাকে ধরতে হবে। প্রয়োজনে শেখ হাসিনাকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি স্কুল মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৩ সালে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ইসলামের আন্দোলনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে এবং নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিশ এ প্রথম বিশাল গণসমাবেশ করে।
মাওলানা মামুনুল হক বলেন, ‘ছাত্র-জনতার এই বিজয়ে দেশের মানুষ স্বাধীনতা ভোগ করছেন। শেখ হাসিনা দেশের স্বার্থ নয়, অন্যদেশের স্বার্থ রক্ষা করতে এই দেশের আলেম ওলামা ও সাধারণ মানুষদের ওপর অত্যাচার নির্যাতন করেছেন। তাই তাকে দেশদ্রোহিতার জন্য শাস্তির আওতায় আনতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশকে শোষণ করেছে এমন কি শাসনও করেছে। শুধু তাই নয়, তাদের হিন্দুত্ববাদকে বাংলাদেশে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করেছে। শেখ হাসিনাকে তারা সেবাদাসী হিসেবে নিয়োগ দিয়েছিল। আর তারা সেই সেবাদাসীকে ক্ষমতায় রাখার জন্য সব ধরনের কূটনৈতিক সভ্যতা লঙ্ঘন করেছে। বাংলাদেশের মুক্তিকামী জনতাকে নৃশংসভাবে হত্যা, গুম এবং নির্যাতন চালিয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে আবার সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ফিরে এসেছে। তাই আমাদের এই সম্প্রীতির বন্ধন ধরে রাখতে হবে। অন্য কারো গোলামী নয়, নিজেদের দেশ নিজেরাই গড়বো। এই মন্ত্রে এগিয়ে যেতে হবে।’
মাওলানা মামুনুল হক বলেন, ‘দেশের গণতন্ত্র রক্ষায় দেশবাসীর আত্মত্যাগকে সম্মান জানাতে হবে। আর সেই সম্মান ও মর্যাদা ধরে রাখতে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। ইনশাআল্লাহ।’
গণসমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি যোগ দেন। এর আগে বিকেল ৪টা থেকে চাঁদপুরের বিভিন্ন উপজেলার শত শত ধর্মপ্রাণ মুসল্লি সমাবেশস্থলে এসে যোগ দেন।
চাঁদপুর জেলা খেলাফতে ইসলামের সভাপতি মাওলানা লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত নেতা মাওলানা তোফায়েল হোসেন মিয়াজী ও মাওলানা আবুল হাসনাত জিলানী প্রমুখ।