রহমত নিউজ 26 October, 2024 12:13 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতীব মাওলানা আব্দুল মালেক কর্তৃক প্রদত্ত জুমার বয়ানের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সম্মানিত খতীব সাহেবের বয়ানের মাধ্যমে মসজিদের যথাযথ মর্যাদা ও আদব রক্ষা, আল্লাহর ঘর হিসেবে বান্দার সাথে মসজিদের আত্মিক যোগসূত্র এবং প্রদর্শনপ্রিয়তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামীনের সাথে বান্দার আধ্যাত্মিক সম্পর্ক মজবুত করার বিষয়গুলো চমৎকারভাবে ফুটে উঠেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বাদ আছর রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের এক বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এসব অভিব্যক্তি প্রকাশ করেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইন, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতী জসিম উদ্দীন প্রমূখ।
বৈঠকে নেতৃবৃন্দ মাওলানা আব্দুল মালেক সাহেব জাতীয় মসজিদের খতীব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথম জুমার নামায পড়ানোয় মহান আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করেন এবং তিনি তাঁর প্রতি জুমার বয়ানের মাধ্যমে মানুষকে মহান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করত একটি আদর্শ ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে ঢাকা মহানগরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।