রহমত নিউজ 23 October, 2024 08:04 AM
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, বিগত সরকারের আমলে নিয়োগ দেয়া চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করতে হবে। তাদের স্থানে মেধাবী নতুনদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তাতে নতুনদের কর্মসংস্থান হবে এবং বেকারত্ব নিরসন হবে। শিক্ষিত তরুণদের কর্মহীন রেখে চুক্তিভিত্তিক নিয়োগ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার দোহাই দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যামে দলীয় লোকদের নিয়োগ দিয়ে জনপ্রশাসনের প্রতিটা সেক্টরে স্বৈরশাসন কায়েম করেছে। যোগ্যদের উপেক্ষা করে দল দাস অযোগ্যদের প্রমোশন দিয়েছে। এখন তাদের সাগরসম চুরি আর লুটপাটের খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এই চোরদের রদবদল মানে এক খেতের ঘাস খাওয়া শেষে আরেক খেতের ঘাস খেতে দেওয়া। পূর্ব অভিজ্ঞতার কারণে তারা ঘুষ, দুর্নীতি, চুরি ও লুটপাট আরো বেশি করে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে "বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ" শীর্ষক জাতীয় সীরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সভায় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুফতি মোঃ মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মুফতী হাবিবুল্লাহ, মোঃ খসরু, হাফেজ নাজমুল হাসান প্রমুখ।