| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে স্কুলের পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৩


যুক্তরাষ্ট্রে স্কুলের পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক     20 October, 2024     07:16 PM    


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৯ অক্টোবর) ওই স্কুলটির ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

মিসিসিপির স্থানীয় শেরিফ উইলি মার্চের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিতে প্রায় ৩০০ মানুষ উপস্থিত ছিলেন। ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর এই পার্টির আয়োজন করা হয়েছিল। তবে এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে যুক্ত ছিল না। পার্টি শেষ হওয়ার আধা ঘণ্টা আগে গুলি শুরু হয়। গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল। ওই দিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোনোভাবে আগ্নেয়াস্ত্র প্রবেশ করে।

শেরিফ জানান, শনিবার ভোরে জরুরি সেবায় ফোন আসে এবং তারা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে সবাই দৌড়াচ্ছিল, কাঁদছিল, চারিদিকে বিশৃঙ্খলা ছিল। এখনো তারা সহিংসতার কারণ খুঁজে পাচ্ছেন না। নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ২৫ বছর। আহতদের বিমানযোগে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা থামছেই না। চলতি বছর এখন পর্যন্ত ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।