মূল পাতা আন্তর্জাতিক লেবাননের কোনায় কোনায় হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চলবে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক 15 October, 2024 10:33 AM
হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানসমর্থিত লেবাননের হিজবুল্লাহ দখলদার ইসরাইলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরদিন গতকাল সোমবার তিনি এ কথা জানান।
গত রোববার ইসরাইলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হন। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা বলেছেন, আহত হয়েছেন ৬০ জন।
হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে ইসরাইলি সেনাঘাঁটি পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।
হিজবুল্লাহ বলেছে, ইসরাইলি হামলার জবাব দিতে তাঁরা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরাইলি হামলায় ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।
গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরাইল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরাইলি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে কমপক্ষে ১ হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
ইসরাইলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলার পর গতকালই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান–অধ্যুষিত এলাকায় চালানো ওই হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গত সপ্তাহে বলেছে, ইসরাইলি–লেবানন যুদ্ধে এ পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।