রহমত নিউজ 15 October, 2024 12:59 PM
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হলেন মেজর জেনারেল মুহাম্মাদ জাহাঙ্গীর আলম। তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই’র প্রধান পদে পরিবর্তন আনা হয়।
এ ছাড়া সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বেশ কিছু রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল হলেন মুহাম্মাদ ফয়জুর রহমান ও মো. মাইনুর রহমান।
এর মধ্যে মুহাম্মাদ ফয়জুর রহমান ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি করা হয়েছে।
অন্যদিকে, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মুহাম্মাদ মাইনুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি করা হয়েছে। এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন চারজন।