মূল পাতা আন্তর্জাতিক ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক 10 October, 2024 10:46 AM
ভারতের বিখ্যাত শিল্পপতি ও টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বুধবার (৯ অক্টোবর) টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রতন টাটা ১৯৯১ সালে অটোস টু স্টিল কনগ্লোমারেটের চেয়ারম্যান হন এবং একশো বছরেরও বেশি সময় আগে তার প্রপিতামহের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০১২ সাল পর্যন্ত পরিচালনা করেন।
তিনি ১৯৯৬ সালে টেলিযোগাযোগ সংস্থা টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০৪ সালে আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলেন।
সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, রিটায়ার্ডের পর তাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান এমেরিটাস উপাধিতে ভূষিত করা হয়।