| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি আমরা কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করবো না: মঈন খান


আমরা কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করবো না: মঈন খান


রহমত নিউজ     10 October, 2024     11:38 AM    


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি। আমরা কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করবো না।

বুধবার (৯ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশের বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পলাশ উপজেলার বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করা হয়।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে আমরা সবাই সমান। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না। 
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র ভৌমিক প্রমুখ।