| |
               

মূল পাতা সারাদেশ জেলা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ


নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ


রহমত নিউজ     05 October, 2024     02:38 PM    


গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৫ অক্টোবর) জেলার জিরানী বাজারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন আইরিশ ফেব্রিকস লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিন ১৩ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবিগুলো হলো- নাইট বিল, হাজিরা বোনাস, অভাব টাইমের টাকা বৃদ্ধি, এক ঘণ্টা দেরিতে অফিসে ঢুকলে হাজিরা বোনাস কাটা যাবে না, কোনো শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, গালিগালাজ করা যাবে না।

এদিন আশপাশের সব কারখানায় হামলা চালায় আন্দোলনরত শ্রমিকরা। একপর্যায়ে পার্শ্ববর্তী ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ১৩ দফা দাবিতে আজও আইরিশ ফেব্রিকসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর কালিয়াকৈর