| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা


খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা


রহমত নিউজ     30 September, 2024     06:51 PM    


যুগশ্রেষ্ঠ বুযুর্গ হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর লালবাগের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের এক সভায় কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  মহানগরের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করেন এবং আংশিক কমিটির উপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি:
আমীর : মাওলানা মাহবুবুর রহমান।
নায়েবে আমীর : মাওলানা ফিরোজ আশরাফী, মুফতি আব্দুর রহিম কাসেমী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা মুফাজ্জল হুসাইন, মুফতি আখতারুজ্জামান আশরাফী।
সাধারণ সম্পাদক : মোফাচ্ছির হোসাইন।
যুগ্ম সাধারণ সম্পাদক : মুফতি আব্দুস সালাম, মুফতি নাঈম হুসাইন, মুফতি আল আমীন, মাওলানা সাইফুল ইসলাম জামালী।
সাংগঠনিক সম্পাদক : মুফতি আবুল হাসান কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক : মুফতি মাহফুজুর রহমান, জাকির হুসাইন।
অর্থ সম্পাদক : মাওলানা জাফর আহমদ,
প্রচার সম্পাদক : মুফতি জসিম উদ্দিন খান, সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম।
বিচার ও আইন সম্পাদক : মুফতি আবু বকর,সহ বিচার সম্পাদক এ্যাড,আব্দুর রশিদ চৌধুরী।
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক : মুফতি রুহুল আমিন, সহ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি জাকির হুসাইন।
শিল্প ও বাণিজ্য সম্পাদক : মাওলানা তালহা জুবায়ের।
দাওয়াত ও তাবলিগ সম্পাদক : মাওলানা তানযিল হাসান, সহ দাওয়াত তাবলিগ সম্পাদক মুফতি মাহমুদুর রহমান।
সমাজকল্যাণ সম্পাদক : মাওলানা মোহাম্মাদুল্লাহ।
তথ্য ও গবেষণা সম্পাদক : আব্দুস সবুর খান সুমন।
শ্রম সম্পাদক : মো: আব্দুর রব।
সংখ্যালঘু ও মানবাধিকার সম্পাদক : প্রিন্সিপাল শফিকুল ইসলাম।
দফতর সম্পাদক : মাওলানা ইকরাম এলাহি।
সদস্য : মাওলানা আবুল হাসানাত, মাওলানা ইমাম হুসাইন।

মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও মহানগর উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ মহানগরের বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

সভায় আগামী ৪ অক্টোবর শুক্রবার সকাল ৭ টায় কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।