| |
               

মূল পাতা জাতীয় দাবি বাস্তবায়নের আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা


দাবি বাস্তবায়নের আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা


রহমত নিউজ     30 September, 2024     09:06 PM    


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা ড. আবদুল মুহিতের সঙ্গে আলোচনা হবে— এমন আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ছেড়ে শাহবাগের প্রজন্ম চত্বরে যান। রাতে সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করে। সেখান প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আন্দোলনকারীরা সঙ্গে বৈঠক করেন।