| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ রুপিতে


ভারতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ রুপিতে


আন্তর্জাতিক ডেস্ক     18 September, 2024     08:43 AM    


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পর থেকে দেশটিতে হু হু করে বাড়ছে ইলিশের দাম। ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ রুপিতে, যা আগে বিক্রি হতো মাত্র ১২০০ থেকে ১৫০০ রুপিতে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজাকে ঘিরে ভারতে বাড়ে পদ্মার ইলিশের চাহিদা। আর এই সময়ে রপ্তানি বন্ধ থাকায় বাড়ছে ইলিশের দাম। ভারতের রাজধানীতে এক কেজি পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার রুপি বা প্রায় সাড়ে চার হাজার টাকা। অঞ্চল বেধে আবার প্রতি কেজি ইলিশের দাম বাড়ছে ৪ হাজার রুপি পর্যন্ত।

দিল্লির সিআর পার্ক মার্কেট-১ এর এক মাছবিক্রেতা জানান, তিনি এবং আরও অনেকে অবৈধভাবে ইলিশ এনে প্রতি কেজি তিন হাজার রুপিতে বিক্রি করছেন।

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছবিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি।