| |
               

মূল পাতা সারাদেশ জেলা ভারতে পাচারকালে কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ


ভারতে পাচারকালে কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ


মফস্বল ডেস্ক     16 September, 2024     11:32 AM    


ভারতে পাচারকালে কুমিল্লা থেকে ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চানপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।

অভিযানের বিষয়ে ইফতেখার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবির একটি দল। তবে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যান পাচারকারীরা।

তিনি আরও জানান, ৩৫টি বাক্সে ৮৫০ কেজি ইলিশ মাছ ভারতে পাচার করা হচ্ছিল, যার আনুমানিক দাম ৯ লাখ ৫২ হাজার টাকা।  পরে কাস্টমসের মাধ্যমে নিলাম করে ৯ লাখ ৫২ হাজার টাকা বিক্রি করা হয়।

গত বৃহস্পতিবারও অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছিল বিজিবি।  পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলাম করে  ৯ লাখ ৬৮ হাজার টাকা বিক্রি করে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কুমিল্লা কুমিল্লা সদর