| |
               

মূল পাতা জাতীয় ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সভা


ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সভা


রহমত নিউজ     08 September, 2024     11:31 PM    


দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বাড়াতে বন্দরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের নেতারা।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে সিআ্যন্ডএফ এজেন্ট নেতারা বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আগে আড়াইশ থেকে তিনশ ট্রাক ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু বর্তমানে পণ্য আমদানির সংখ্যা নেমে এসেছে ৩০টিতে। এর মূল কারণ হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে তাজা ফল আমদানির ক্ষেত্রে গাড়ির চাকার সংখ্যা অনুযায়ী শুল্কায়নের প্রথা, একই পণ্য অন্যান্য বন্দরের তুলনায় বাড়তি মূল্যে শুল্কায়নসহ পণ্য পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানিসহ নানা বৈষম্য।

এর ফলে বন্দরের শ্রমিকরা বেকার থেকে যেমন মানবেতর জীবন যাপন করছেন; তেমনি ব্যবসায়ীরাও তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।
 
এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান। এছাড়া বৈষম্য নিরসনে সামনের দিনে আন্দোলন করার কথাও জানান তারা।
 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সহসভাপতি মুশপিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক রেজা আহম্মেদ, কোষাধক্ষ্য মামুনুর রশীদসহ অনেকে।