| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করছে খেলাফত আন্দোলন


বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করছে খেলাফত আন্দোলন


রহমত নিউজ     04 September, 2024     07:47 PM    


ফেনীতে ক্ষতিগ্রস্থ মাদরাসা, আলেম পরিবার ও সাধারণ মানুষদের আর্থিক সহায়তা প্রদান করছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর নেতৃত্বে ফেনী সদর, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় এই সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ। 

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দলের  প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইন,  ফেনী জেলা আমীর গাজী মুহাম্মাদ ইউসুফ, বিভাগীয় সমন্বয় কারী মাওলানা আনোয়ারুল্লাহ ভুঁইয়া, জেলা সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আলাউদ্দিন নূরীসহ জেলা ও থানা নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় অন্য সবার পাশাপাশি খেলাফত আন্দোলনও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে কয়েক দফায় খেলাফত আন্দোলন বন্যার্তদের মাঝে খাদ্রসামগ্রী, ঔষধ, শিশুখাদ্য, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছে এবং এ তৎপরতা সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।