রহমত নিউজ 28 August, 2024 07:42 PM
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর জোনের সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে৷ ভারতের পানিতে দেশের বড় একটি অংশ বন্যায় প্লাবিত হয়েছে৷ লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় চরম দূরাবস্থায় দিনাতিপাত করছে৷ ইতিমধ্যেই অনেক প্রান বানের পানিতে নিঃশেষ হয়েছে৷ মানুষের মাথা গোজার ঠাঁই নাই৷ খাবার পানীয়ের ব্যাবস্থা নাই৷ লাশ কবরস্থ করার জায়গাটুকু নাই৷ এমতাবস্থায় সকলকে ভেদাভেদ ভুলে দূর্গত মানুষের পাশে দাড়াতে হবে৷ বিশেষ করে সবসময়ের মত সাভারের মানুষকে ত্রানকার্যে এগিয়ে আসতে হবে৷
মঙ্গলবার (২৭ আগস্ট) বাদ মাগরিব স্থানীয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেট জামে মসজিদ প্রাঙ্গনে হেফাজতে ইসলাম সাভার জোনের ত্রান প্রস্তুতি কমিটির সভায় তারা এসব বলেন৷
মাওলানা আলী আকবর কাসেমী বলেন, এই বন্যা ভারতের পানি আগ্রাসনের শামিল৷ কোন নোটিশ ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত এই মানবিক বিপর্যয়ের সম্মুক্ষীন করেছে৷ তাই ভারতকে এর জবাবদিহি করতে হবে৷
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর জোনের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম বলেন, সাভারে হেফাজত,বন্যা দূর্গতদের মাঝে ত্রান কার্য পরিচালনা করবে৷ তাই সাভারের আলেম সমাজ ও তৌহিদি জনতাকে ত্রান কার্যে অগ্রনী ভূমিকা পালন করতে হবে৷
সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা শাহেদ জহিরী,মাওলানা আলী আশরাফ তৈয়ব, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি কাওসার হুসাইন,মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আব্দুল্লাহ ফিরোজী,মাওলানা ফয়জুল্লাহ্ আজমী সহ অন্যান্য হেফাজত নেতৃবৃন্দ৷