| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে রিকশাচালকরা


অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে রিকশাচালকরা


রহমত নিউজ     26 August, 2024     11:48 AM    


অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশাচালকরা। সোমবার (২৬ আগস্ট) শাহবাগ ও আসাদ এভিনিউ অবরোধ করেছে প্যাডেল চালিত রিকশাওয়ালারা।

এসময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না-অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন।

আসাদদুল্লাহ নামে এক রিকশাচালক বলেন, অটোরিকশার কারণে আমরা পর্যাপ্ত যাত্রী পাই না। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ভাড়া না পেলে আমাদের পেট চলবে কীভাবে? 

মামুন মিয়া নামে আরেক রিকশাচালক বলেন, এর আগে এলাকার গলিতে গলিতে অটোরিকশা চলতো, কিন্তু এখন তার প্রধান সড়কে অটোরিকশা চালায়। কোনো নিয়ম কানুন মানছে না। এর ফলে আমরা কোনো যাত্রী পাই না। যাত্রী না পেলে বউ, ছেলে-মেয়ে নিয়ে সংসার কিভাবে চালাবো?


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা