| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ভারতের আগ্রসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস


ভারতের আগ্রসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস


রহমত নিউজ     25 August, 2024     07:14 PM    


খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ভারত হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে ভারত বাংলাদেশের মানুষকে পানিতে ভাসিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা-সহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ভারতের আগ্রসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। একই সাথে দুর্যোগ উত্তরণে মহান আল্লাহর সাহায্য চাইতে হবে।

শনিবার (২৪ আগস্ট) বন্যাদুর্গত ফেনীর দাগনভূঁইয়ার তুলাতলিতে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে।

গতকাল দিনভর বন্যাদুর্গত ফেনীতে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের নেতৃত্বে, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে
নোয়াখালীতে এবং যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির  আলীর নেতৃত্বে মৌলভীবাজারে জরুরী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।  

ত্রাণ বিতরণকালে এসব টিমে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বন্যা দুর্গত এলাকায় খেলাফত মজলিসের চলমান ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।