| |
               

মূল পাতা আন্তর্জাতিক বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী


হেমন্ত বিশ্ব শর্মা

বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক     24 August, 2024     09:50 PM    


বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলন, বাংলাদেশের বর্তমান অবস্থা অস্থিতিশীল হলেও কোনো হিন্দুরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি।

তিনি আজ শনিবার (২৪ আগস্ট) পিটিআই’কে (প্রেস ট্রাষ্ট অফ ইন্ডিয়া) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

হেমন্ত বিশ্ব শর্মা বলেন, গত এক মাসে একজন হিন্দুও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি। তারা বাংলাদেশেই আছে এবং যেখানে যুদ্ধ করে টিকে আছে।

তিনি বলেন, হিন্দুরা নয় বরং মুসলিমরাই ভারতে অনুপ্রভেশের চেষ্টা করছে। মুসলমানরা ভারতে অনুপ্রবেশ করে এখানকার টেক্সটাইল খাতে ঢুকতে চাচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা গত এক মাসে ৩৫ জন অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমকে আটক করেছি। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে টেক্সটাইল খাতে কাজ করা।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা-ভাঙচুরের ঘটনার বিষয়টি বেশ জোড়ালোভাবে উঠে আসে। তবে এসব খবর বা তথ্যের বেশিরভাগই ছিলো ভিত্তিহীন।

সূত্র: প্রেস ট্রাষ্ট অফ ইন্ডিয়া