মূল পাতা আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় হোটেলে আগুনের ঘটনায় নিহত ৭, লাফিয়ে পড়ে মারা গেলেন দুজন
আন্তর্জাতিক ডেস্ক 24 August, 2024 11:31 AM
দক্ষিণ কোরিয়ার বাউচিওন শহরের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া নিহত সাতজনের মধ্যে দুজন আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়লে তাদের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ওই দুজনকে উদ্ধারে এয়ার ম্যাট্রিস পাঠানো হয়। কিন্তু তা তাদের কাছে না পৌঁছালে তারা জানালা থেকে নিচে লাফিয়ে পড়ে। বাকী ছয় জনের মরদেহ ওই হোটেলের আট তলায় পাওয়া গেছে। যেখানে ইলেকট্রিক শর্টসার্টিক থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে ওই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
হোটেলটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে না পড়লেও কক্ষগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ রুমগুলোতে স্প্রিংকলার ছিল না। ৯তলা বিশিষ্ট ওই ভবনটি ২০০৩ সাল নির্মাণ করা হয়। দেশটির ফায়ার দপ্তর থেকে বলা হয়েছে, ভবন নির্মাণের আইনে স্প্রিংকলার সংযুক্ত করার কথা বলা ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল ম্যানেজারের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
সূত্র, বিবিসি।