| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের


বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের


রহমত নিউজ     21 August, 2024     07:46 AM    


ভারি বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বি-বাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি, বৃহত্তর চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমূহের বানভাসি মানুষদের উদ্ধার ও জরুরি ত্রাণ সহায়তায় কাজ করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংকটময় পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দেশবাসীকে সাধ্যানুযায়ী পাশে থাকারও আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।

বুধবার (২১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

এছাড়াও বানভাসি মানুষের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় দুর্যোগ সহায়তা টিমসহ জরুরি কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া সংগঠনটি ৫ দফা কর্মসূচি হাতে নিয়েছে। সেগুলো হলো-
দুর্যোগপূর্ণ অঞ্চলে উদ্ধার কার্যক্রম, শুকনো খাবার বিতরণ, পানি বিশুদ্ধকরণ উপকরণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান, প্রয়োজনীয় পোশাক বিতরণ।